‘বঙ্গোপসাগর সাক্ষরতা: অবশ্য-দরকারি নীতি ও মৌলিক ধারণা’ শীর্ষক নির্দেশিকাটির বর্তমান সংস্করণটি (www.bayofbengalliteracy.net) এখন মন্তব্য ও মতামতের জন্য উন্মুক্ত।
আপনি কি এই সংশ্লিষ্ট একজন কমুনিকেটর, বিশেষজ্ঞ, কিম্বা এডুকেটর? তবে বর্তমান সংস্করণের ওপর দয়া করে আপনার সুনির্দিষ্ট মতামত দিন। ইমেইল যোগে মতামত গ্রহণ বন্ধ হবে আগামী মে ২০, ২০১৯ তারিখ।
খুব শীঘ্রই সারা দেশের সংশ্লিষ্ট কমুনিকেটর, বিশেষজ্ঞ, ও এডুকেটরদের নিয়ে কর্মশালার আয়োজন করা হবে, পরবর্তী সংস্করণ প্রস্তুত করার জন্য। মতামতদাতাদের মধ্য থেকে নির্বাচিতদের কর্মশালায় আমন্ত্রণ করা হবে, এবং সব গৃহীত মতামতদাতাকেই পরবর্তী সংস্করণের প্রদায়ক হিসেবে স্বীকার করা হবে। বিস্তারিত এখানে